কালিগঞ্জ কলেজ মোড় এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা মিশন মহিলা উন্নয়ন সংস্থার নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় সংস্থার পরিচালক ছখিনা পারভীনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার। সংস্থার প্রকল্প পরিচালক শেখ আবদুল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতি: দায়িত্ব) অধীর কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগ প্রমুখ। এ সময় ওয়ার্ল্ড ভিশন এর ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার রুমানা জেসমিন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তা মনিমালা গায়েন, পাঁপড়ি দত্ত, রুবিনা পারভীন, আকলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। মিশন মহিলা সংস্থা ২০১৪ সাল থেকে এলাকার অনগ্রসর মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।