কালিগঞ্জে চুরির অভিযোগে নুরুজ্জামান (১৪) এক শিশুকে আটক করেছে পুলিশ। সে উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের আবদুল জলিল মোড়লের ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর বঙ্গবন্ধু মুর্যাল সংলগ্ন অথৈ-অনিক কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরি সংঘটিত হয়। চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ টি কম্পিউটারের মনিটর চুরি করে দিয়ে যায়।
পরবর্তীতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আজমির শেখ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় শিশুকে আটক করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে আদালতের কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভূক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছেন। তারা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের মোহাম্মদ মুনছুর আলী ও কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের খালেক গাজীর ছেলে নুরুজ্জামান।