অবৈধ বোলিং অ্যাকশনে রিপোর্টেড হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট। অ্যাকশন পরীক্ষার পর অবশ্য তার বিরুদ্ধে গঠনমূলক কিছু দাঁড় করাতে পারেনি আইসিসি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই খ-কালীন এই অফস্পিনারের। ক্যারিয়ারে দ্বিতীয়বার এমনটি ঘটলো ব্র্যাথওয়েটের। সবশেষ ২০১৭ সালের আগস্টে ইংল্যান্ড সফরে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার বোলিং। অ্যাকশন পরীক্ষা করে একমাস পর ফিরেছিলেন বোলিংয়ে। এবার ভারতের বিপক্ষে জ্যামাইকায় হওয়া দ্বিতীয় টেস্টে প্রশ্নবিদ্ধ হন আবার। আম্পায়ারদের সন্দেহ ছিল তার কনুইয়ের বক্রতা নিয়ে। ২ সেপ্টেম্বর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে ১৪ সেপ্টেম্বর লাফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা করান তিনি। কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি তার অ্যাকশনে। সাধারণত খ-কালীন বোলিং করে থাকেন ব্র্যাথওয়েট। খ-কালীন বোলিং করলেও টেস্টে ৫৮ ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। তার মধ্যে সেরা বোলিং ফিগার ২৯ রানে ৬ উইকেট!