রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ কোতোয়ালি ১৭ নং ওয়ার্ডের রামপুর মসজিদের পিছনে ফাকা জায়গায় ৫ পিস ইয়াবাসহ ছফুরা বেগম (৪০), স্বামী- আবদুল লতিফ, রামপুরা, রংপুর মহানগর, রংপুরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালি থানায়-৫ জন, তাজহাট থানায়-৬ জন, মাহিগঞ্জ থানায়-৩ জন এবং হারাগাছ থানায়-২ জনসহ মোট-১৬ জন আসামীকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ট্রাফিক বিভাগ কর্তৃক মোটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ই-ট্রাফিকিং ব্যবস্থায় ১৬৩ টি মামলা ও ৪৮,৭০০/- টাকা জরিমানা আদায় করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিে মাদকের ১ টি মামলাসহ মোট-১ টি মামলা রুজু করা হয়।