আমতলীর উপজেলার হলদিয়া ইউপির দক্ষিন কাঠালিয়া সাহেরা খাতুন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাঝে সোমবার সকাল ১০ টায় এন.ডি.ডি চিকিৎসা সহায়তার উদ্যোগে, হুইল চেয়ার, পোশাক, ক্রাচ, সাদাছড়ি ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। আমন্ত্রিত অতিথি বৃন্দ এই প্রতিবন্ধী বিদ্যালয়টিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এবং স্কুলটিকে অ্যাকাডেমিক স্বীকৃতি দেয়ারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষককে অনুরোধ করেন। উল্লেখ্য এই প্রতিবন্ধী বিদ্যালয়টি বরগুনা জেলা ও আমতলী উপজেলার একমাত্র চলমান বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র/ ছাত্রী রয়েছে।