নেত্রকোনার দুর্গাপুর পৌরসদরের (নাজিরপুর-কলমাকান্দার) দেশওয়ালীপাড়াস্থ রোড়ের উপরে গড়ে উঠা চন্ডিঘর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ- মেশিনারীজ প্রতিষ্টানটি রাস্তা দখল করে তাঁদের ওয়ার্কশপ কাজ চালিয়ে যাচ্ছেন নির্বিগ্নে। এতে করে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক ভূগান্তি পোহাতে হচ্ছে। এ অবস্থায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় ও ভোক্তভোগীরা। প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছেন এমন দাবী ভুক্তভোগীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্নধার শফিকুল ইসলাম তাঁর নির্মিত কাজের স্টীল-আসবাবপত্রাদী ফেলে রাস্তা বন্ধ করে রেখেছেন। চলাচল করতে পারছেন যাত্রী,স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন। সারাক্ষণ লেগে থাকছে বিশাল জ্যাম। কারও কথাই শুনছেন না এ ব্যবসায়ী। এ রাস্তা দিয়ে যানবাহন ও পথচারী চলাচলের অনেকটাই অনুপযোগী। একবার এ রাস্তায় যেতে চাইলে তিনদিন বিছানায় শুয়ে থাকতে হয়। তাঁর উপর আবার মরার উপর খারার ঘাঁ। তাও আবার রাস্তার উপর ওয়ার্কশপের কাজ এ অবস্থার উত্তরণে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবেন এমনটাই মনে করছেন পথচারীরা। নাম প্রকাশ না করার শর্তে অসংখ্য স্থানীয়রা জানান, রাস্তার উপর হাঁটু পর্যন্ত গর্ত হয়ে যাওয়ায় চলাচলে খুব কষ্ট হচ্ছে। হেঁটে যাওয়ার মত যেটুকু রাস্তা ভাল তাঁর উপরে আবার ওয়ার্কশপের মালামাল রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন ঐ প্রতিষ্টানটি। কোন নিষেধ মানছেন না তিনি। তাঁর ভঙ্গিতে মনে হয় তিনি অনেক ক্ষমতার মালিক। তাঁর এই এক ঘেঁয়েমি আচরণে আশপাশের ব্যক্তিরা অতিষ্ট। যাত্রী ও স্কুল শিক্ষার্থী নির্ভিঘেœ চলাচলে রাস্তার উপরে নির্মাণ সামগ্রি ফেলে রাখা বন্ধ সহ অচিরেই এ দূরাবস্থার উত্তরণ চান সচেতন মহল। রাস্তা দখলের বিষয়ে ঐ প্রতিষ্টানের কর্ণধার এর নিকট মুঠোফোনে জানতে চাইলে ফোন বন্ধ থাকায় কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।