জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উৎমারচর রাস্তার ভাঙ্গা ব্রীজে সংলগ্ন ডোবা থেকে (৬৫) বছর বসয়ী এক অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে এলাকাবাসিরা ডোবাতে একটি লাশ ভেসে থাকতে দেখে প্রথমে দেওয়ানগঞ্জ মডেল থানা খবর দেয়। পরে দেওয়ানগঞ্জ থানার পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। পরে জামালপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এম ময়নুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন (৬৫) বৎসর বয়সি বৃদ্ধ ভিক্ষোক তার বাড়ি পৌরসভার চিকাজানীর বলে জানতে পারছি।ওই এলাকায় খবর পাঠিয়েছে,লোকজন এলে নাম ঠিকানা জানতে পারবো বলে জানান। তিনি আরো বলেন এ-সংক্রান্ত বিষয়ে মডেল থানায় ইউডি একটি মামলা হয়েছে।