দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবস-২০১৯ উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলার সখিপুর সরকারী কেবিএ কলেজ মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ডিডিএলজি হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আবদুল গনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা থানার সেকেন্ড কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন। সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক ও দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহারের সঞ্চালনায় এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষকমন্ডলী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগীতা, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।