খুলনার পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার বিকালে উপজেলার সোলাদানা ইউপির ভিলেজ পাইকগাছা বাক্কার গাজীর মোড় নামক স্থানে।
জানাযায়, মটরসাইকেল চালক খায়রুল ইসলাম পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের মোস্তফা সরদারের একমাত্র পুত্র। বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। কোম্পানির কাজে বের হয়ে অপরদিক থেকে আসা দ্রুত গতির নছিমন মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক খায়রুল মাথায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়। পথচারীরা প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে আরো অবনতি হলে গাজী মেডিকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টা পর তার মৃত্যু হয়। সোমবার সকালে নিহতের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছ বলে পারিবারিক সূত্রে জানা গেছে।