কচুয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। পুলিশ জানায় যে, সোমবার ভোর ৬টায় গোপর সংবাদেও ভিত্তিতে কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ সফিকুর রহমানের নেতৃত্বে এএসআই আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধোপাখালী ইউনিয়নের বয়ারসিংয়া ব্রীজের পার্শ থেকে জি আর মামলা নং-১০০/০৯ এর ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি সেলিম সেখ(৪৫) কে আটক করে। সাজাপ্রাপ্ত আসামি সেলিম সেখ ধোপাখালী উত্তরপাড়ার আজাররুল সেখ এর পুত্র।