বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়, র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।র্যালি শেষে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে নিজ অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সমাজসেবা কর্মকর্তা আবু মুসা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, প্রশিক্ষার্থী, এনজিও কর্মী সহ বিভিন্ন শ্রেনি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।