বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণীর এক ছাত্রীকে যৌনহয়রানী করায় সোমবার দুপুরে দুই বখাটেকে এক মাসের কারা দন্ড দিয়ে ভ্র্যাম্যমান আদালত।
আদালত ও স্থানীয সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই যৌনহয়রানী করে আসছিল গৌরনদী উপজেলার নন্দনপট্রি গ্রামের হাবিবুল হাওলাদারে ছেলে হাফিজুল হাওলাদার ও রফিক ফকিরের ছেলে রাজিব ফকির। প্রতিদিনে ন্যায় সোমবার সকালে ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাবার সময় যৌনহয়রানী করায় স্থানীয়রা ওই দু’বখাটেকে আটক করে আগৈলঝাড়া থানা পুলিশকে সংবাদ দেয়।
আগৈলঝাড়া থানা এসআই নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে সোমবার দুপুরে গ্রেফতার কৃতদের আগৈলঝাড়া উপজেলা নিবার্হী আফিসার বিপুল চন্দ্র দাসের আদালতে হাজির করেন। বিচারক গ্রেফতার কৃতদের এক মাসের কারা দরন্ডর আদেশ প্রদান করেন। পুলিশ সোমবার বিকেলেই কারা দন্ডর প্রাপ্ত দুইজনকে বরিশাল জেল হাজতে প্রেরন করেছেন।