বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী অপহরনকারী গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও ভবতোষ সরকারের মেয়ে দিপা সরকারকে স্কুলে আসা-যাওয়ার প্রেম দিবেন করে আসছিল একই এলাকার উত্তম বাড়ৈর বখাটে ছেলে তমাল বাড়ৈ। তার প্রেমের প্রাস্তাবে রাজি না হওযায় তাকে ৩০আগষ্ট স্কুল ছাত্রী দিপুকে অপহরণ করেন তমাল বাড়ৈসহ তার লোকজন। এ ঘটনায় অপহৃতার পিতা ভবতোষ সরকার বাদী হয়ে ৪ সেপ্টেম্বর থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার আসামি অপহরনকারী তমাল বাড়ৈকে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাশবাড়ী গ্রাম থেকে এসআই জামাল উদ্দিন গ্রেফতার করে। এ সময় অপহৃতা স্কুল ছাত্রী দিপা সরকারকেও উদ্ধার করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃত অপহরনকারী তমাল বাড়ৈকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এবং অপহৃতা দিপা সরকারকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।