সিরাজদিখানে ইজিবাইক চালক নজরুল ইসলাম (১৮) এর হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ৫ গ্রামের ৩ শতাধিক নারী পুরুষ। সোমবার বেলা ১১ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নজরুলের স্বজনদের সহযোগিতায় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে পাথরঘাটা, ঘোড়ামারা, রামকৃষ্ণদি, রহমতপুর ও পলাশপুর গ্রামের ৩শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করে একাত্বতা ঘোষনা করেন।
এ সময় মানববন্ধনে বক্তারা দাবী করেন গাড়ি ভাড়া নিয়ে চালকদের খুন করে গাড়ি ছিনতাই এই উপজেলায় বেশ কয়েকটি ঘটেছে। এবার এলাকাবাসীর সহযোগিতায় ২ ঘাতককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। খুনিরা খুনের ঘটনা স্বীকার করেছে এবং আরো জানিয়েছে তাদের সাথে নারায়নগঞ্জের গ্যাং রয়েছে। সুতরাং এবার বাকি খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
উল্লেখ্য, গত ২৬শে সেপ্টেম্বর ইজিবাইক ছিনতাই করে চালক নজরুল ইসলামকে হত্যা করে। পরদিন আসামি নুর আলীর দেওয়া তথ্যে পুলিশ নজরুল ইসলামের লাশ উদ্ধার করে এবং হত্যার সাথে জড়িত জাহিদ নামের আরেকজকে গ্রেপ্তার করে। বর্তমানে দুজনেই জেল হাজতে রয়েছে।