নোয়াখালীর সেনবাগে নোংরা পরিবেশে বিস্কুট প্রস্তুত এবং মানব দেহের জন্য ক্ষতিকর খাদ্রে এ্যানুমিয়াম ব্যবহার করার অপরাধে মর্ডান বেকারীর মালিকের ৬০ হাজার টাকা ও বিছমিল্লাহ বেকারী মালিকের ২০ হাজার টাকা সহ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান উপজেলা সাহাপুর এলাকায় ওই আদালত পরিচালনা করেন।