দেশ প্রেম জাগ্রত হোক। দেশের প্রতিটা কাজ হবে সোনার বাংলাকে ভালোবেসে। দেখার কেউ নেই, বলার কেউ নেই! কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা শহরের সকল রাস্তা দিন দিন চিকন করা হচ্ছে। রাস্তার দুধারে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং কোন কোন বাসা বাড়ির মালিকরাও বিভিন্ন কৌশলে রাস্তা সংলগ্ন জায়গা দখল করায় রাস্তা চিকন হচ্ছে। কেউ বারান্দা দিয়ে, আবার কেউবা ঘরে উঠার সিঁড়ি বানিয়ে পাকা সড়ক সংকুচিত করছে। ফলে জনসাধারনের রাস্তায়ায় চলাচলে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে ভূরুঙ্গামারী জামতলা থেকে সাদ্দাম মোড় পর্যন্ত রাস্তার দুধারে এমন দৃশ্য দেখা যাচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ এন্তাজুর রহমান জানান, এটা আমাদের কাজ নয়; প্রশাসনের কাজ। দিন দিন জনসংখ্যা বাড়ার সাথে সাথে বৃদ্ধি হচ্ছে যানবাহন। এ অবস্থায় রাস্তা চিকন বা সরু হওয়া অব্যাহত থাকলে পথচারীদের দূর্ভোগের সীমা বাড়বে। অভিজ্ঞ মহলের অভিমত, অচিরেই যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োাজন। স্থানীয় প্রশাসন রাস্তার প্রস্থ মেপে রাস্তার সঠিক সীমানা পরিমাপ করে পথচারীদের সুবিধাজনক চলাচল নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া উচিত বলে অনেকেই মন্তব্য করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী বলেন, যারা রাস্তা সংকুচিত করছে তাদের নামে রিপোর্ট করেন আমরা ব্যবস্থা নেব।