’’কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানী জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন,ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজাদ হোসেন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল গফ্ফার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,প্রমুখ।