মোল্লাহাটে উৎসবমূখর পরিবেশে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন ও পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে মোল্লাহাট উপজেলা প্রশাসন সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ শুভেচ্ছা জ্ঞাপন ও অনুদান প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন’ন সভাপতিত্বে উক্তানুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, উপ-পুলিশ পরিদর্শক আবু হাসান’ প্রেসক্লাব মোল্লাহাটের সাধরণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফুল্য কুমার মন্ডলসহ অত্র এলাকার সকল পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক প্রমূখ।