কলমাকান্দায় সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহম্মেদ, সহকারি শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, প্রশিক্ষক তপন তালুকদার ও শিক্ষক কামরুন্নাহার প্রমুখ।