সিরাজদিখানে “কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা” এ স্লোগানে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার রাজদিয়া আবদুর জাব্বার পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্কুল হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী শয়ন আক্তারের সঞ্চালনায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এস এম সোহরাব হোসেন, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম হানিফ প্রমুখ।