বরিশালের বাবুগঞ্জ মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় নদীর প্রবল স্রোতের আঘাতে আড়িয়াল খাঁ নদীর ভাঙন ক্রমেই বেড়ে চলছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি,রাস্তাঘাট,মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ন স্থাপনা। সোমবার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ ওই এলাকায় গেলে এলাকার মানুষ চরম ক্ষোভ প্রকাশ করেন। ইউপি চেয়ারম্যানও পানি উন্নয়ন বোর্ডের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন সময় মতো জিও ব্যাগ না ফেলায় ও ব্লক স্থাপন না করায় মীরগঞ্জ ফেরিঘাট থেকে দুইশত গজ দুরত্বে রহমতপুরÑচাঁদপাশা ইউনিয়নের সংযোগ সড়কটি আড়িয়াল খাঁ নদী গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনে যোগযোগ ব্যবস্থা বিছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েছে ৫ গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জরুরীভাবে সংযোগ সড়ক ভাঙন স্থলে জিওব্যাগ ও বাঁশের খাজা তৈরি করে পর্যাপ্ত পরিমান ইট ভর্তি না করে নদী ফেললে তা মুর্হুতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।স্থানীয়রা অভিযোগ করে বলেন ওই বাঁশের খাজা ও জিওব্যাগ ঠিকাদার ঠিকমতো ফেলছেন না। এ মুর্হুতে স্রােতের গতি পরির্বতন না করা গেলে ভাঙন ঠেকানো যাবে না বলে স্থানীয়রা জানান।