মাদক-জুয়া-সন্ত্রাস-চুরি-ছিনতাই-রাহাজানি-জুলুমবাজ ও জঙ্গিবাদ দমনে নিরলস ভাবে কাজ করছেন বাবুগঞ্জ থানা পুলিশ। বাবুগঞ্জ থানার চৌকস ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সাড়াঁশি অভিযানে পুলিশের ফাঁদে আটকা পড়ছে ছোট বড় সকল অপরাধীই। তাই সাধারণ মানুষের আস্থাভাজন ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান। জানা গেছে, গত ২ সেপ্টেম্বর পটুয়াখালী জেলার মহিপুর থানা থেকে বদলি হয়ে বাবুগঞ্জ থানায় যোগদান করেন ওসি মিজানুর রহমান। যোগদানের পরেই তিনি মাদক-জুয়া-সন্ত্রাস- চুরি-ছিনতাই-রাহাজানি-জুলুমবাজ ও জঙ্গিবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহন করেন। এরপর থেকেই উপজেলার বিভিন্ন স্থানে চালান সাড়াঁশি অভিযান। তার নেতৃত্বে ইতিমধ্যেই গাঁজা, ইয়াবাসহ ধরা পরছে অনেক অপরাধী। তার বলিষ্ট নেতৃত্বের কারণে বাবুগঞ্জের সাধারণ মানুষের মনে অনেকাংশে স্বস্থি ফিরে এসেছে। তাই অপরাধীদের মূর্তিমান আতঙ্ক ওসি মোঃ মিজানুর রহমান। আর সাধারণ মানুষের কাছে তিনি নির্ভরতা ও আস্থার প্রতীক। তিনি বাবুগঞ্জে যোগদানের পর অনেক অপরাধী এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানাগেছে। কেউ আবার দু’নম্বরি ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে ভালো পথে ফেরার চেষ্টা করছে। আইনশৃংখলা স্বার্থে অপরাধীদের বিরুদ্ধে ওসি মোঃ মিজানুর রহমানের চ্যলেঞ্জকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। যোগদানের পরপরই সম্প্রতি ৫ মামলায় ওয়ান্টেভুক্ত যুবদলের এক ক্যাডারকে গ্রেফতার, দেহেরগতি ইউনিয়ন থেকে মোঃ শহিদুল ইসলাম ও মোঃ কাওছার নামের ২ মাদক ব্যবসায়কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ, বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত আসামির উচ্চ আদালতের ওয়ারেন্ট নিষ্পত্তি করা, সাধারণ নাগরিকরা অভিযোগ নিয়ে আসলে তিনি সরাসরি ঘটনা স্থলে গিয়ে সমাধানের চেষ্টা করছেন, গুড়িয়ে দেওয়া হয়েছে কেদারপুর ও দেহেরগতির ইউনিয়নের দীর্ঘদিনে জুয়াড় আসর। এসব অভিযানে সরাসরি ওসি মিজানুর রহমানের অংশগ্রহনের মাধ্যমে পরিচালিত হওয়ায় সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি নেগেটিভ ধারনা উঠে গেছে। মিষ্টভাষী এই পুলিশ কর্মকর্তা জানান,পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা ফিরিয়ে আনতে রেঞ্জ পুলিশের ডিআইজির নিদের্শে সাধারণ মানুষের পুলিশিং সেবা দোঁড়গোরায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। ইতিমধ্যেই কেদারপুর ইউনিয়েনের নিমতলা নামক স্থানে বিট পুলিশিং কার্যক্রমের অফিসের উদ্বোধন করা হয়েছে। যার ফলে জনগনের সাথে বেশি বেশি যোগাযোগ স্থাপনের মাধ্যমে ওই এলাকার অপরাধ প্রবণতা কমে যাবে। পুলিশের কাজে মানুষের আস্থা বাড়বে। এ ছাড়া ওসি মিজানুর রহমানের যোগদানের পর মামলার হার কমে গেছে বলে জানা তিনি, যেখানে যোগদানের আগের মাসে মামলা হয়েছিলে ৮ টি সেখানে সেপ্টেম্বর মাসে মাত্র ৩ টি সাধারন মামলা হয়েছে। এদিকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকায় যুব সমাজকে রক্ষা করে প্রশংসা কুড়িয়েছেন তৃণমূলের জনগণ থেকে। বাবুগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, অন্যায়ের সাথে কোন আপস নেই। অপরাধী যত শক্তিশালীই হোক ছাড় দেয়া হবেনা। মাদক-জুয়া-সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী বলেন, ওসি মিজানুর রহমানের যোগদানের পর থেকেই কেদারপুর ইউনিয়নের অপরাদ কর্মকা- অনেকটা কমে এসেছে।