নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমানকে লক্ষ্য করে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে পান বিক্রেতা ও পথচারিসহ তিনজন গুলিবদ্ধ হয়েছেন। তবে অক্ষত রয়েছেন চেয়ারম্যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার সকালে রাকিব (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ওই ইউনিয়নের রমনির হাটে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন,সুলতানপুর গ্রামের পান বিক্রেতা মো.ইব্রাহীম (২০),সুলতানপুর গ্রামের মমিন উল্যাহ (৫৫),কামাল হোসেন (২২)। তারা বর্তমানে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান জানান, তিনি স্থানীয় রহিমের চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় ১০-১২ জন মুখোশধারী দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চা দোকানের সামনের একটি ছোট্ট পান বিক্রেতা ও দুজন পথচারীর গায়ে লাগে। পরে চারদিক থেকে লোকজন বের হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি আরও জানান,হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা। তাদের কিছুদিন আগে র্যাব গ্রেফতার করেছিল। তিনি গ্রেফতারে র্যাবকে সহযোগিতা করার কারণে আজ তাকে প্রধান টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এঘটনার সাথে থাকার সন্দেহে রাকিব নামে এক যুবককে আটক করা হয়েছে।