শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহিম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ও ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, বেলা ১ টার দিকে আবদুর রহিম তার বসত ঘরের বিদ্যুতের ছেড়া তার জোরা লাগাতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।