নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করার অভিযোগে আলমগীর হোসেন প্রকাশ দুখু মিয়া (২২) নামের এক লম্পট ধর্ষককে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। লম্পট দুখু মিয়া উপজেলার গোপালপুর গ্রামের মেস্তুরী বাড়ির নুরুল হক মেস্তুরীর ছেলে ও একটি মসজিদের মোয়াজ্জিম। শনিবার দুপুরে সেনবাগ থানার এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স কবিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানাগেছে,আলমগীর হোসেন প্রকাশ দুখু মিয়া প্রতিবেশী সম্পর্কে চাচাতো বোন (১৯)কে বিয়ের প্রলোভন দিয়ে প্রেম নিবেদন করে একাধিক ভার র্ধষণ করে। যার একপর্যায়ে মেয়েটি ৬ মাসের অন্তসত্তা হয়ে পড়লে বিষয়টি সে দুখু মিয়াকে জানায়। জবাবে দুখু মিয়া ডাক্তারের নিকট গিয়ে বাচ্চা নষ্ট করে পেলেতে বলে এবং একমাস পূর্বে অন্যত্র বিয়ে করে। এরপর নিরুপায় হয়ে ধর্ষিতা সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের দারস্ত হলে তিনি ধর্ষক আলমগীরের বিরুদ্ধে মামলা নেন এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিলে থানার এসআই সাইফুল ইসলাম দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার ধর্ষক আলমগীরকে আদালতে প্রেরণ ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।