কচুয়ায় ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় সালাউদ্দিন আজিজ(৮)নামের ২য় শ্রেনীর এক ছাত্র রোববার সকাল ১১টায় ভাষাবাজার স্কুলে যাবার পথে নিহত হয়। জানা যায় কচুয়া উপজেলার ধোপাখলী ইউনিয়নের ভাষা গ্রামের বক্কার মল্লিকের ছেলে সালাউদ্দিন আজিজ ভাষা বাজারে মাতৃছায়া কিন্ডার স্কুলের দ্বিতীয় শ্রেনীর একজন ছাত্র। সালাউদ্দিন প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে স্কুলে যাবার পথে সকাল ১২টার দিকে ভাষা বাজারে রাস্তা পাড় হবার সময় ১টি ইজিবাইক পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নিয়ে কচুয়া হাসপাতলে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।