সারা বিশ্বের মতো গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজ্ড হাসপাতালে স্বারম্বরে উদযাপিত হলো বিশ্ব হার্ট দিবস ২০১৯। হার্টদিবস উপলক্ষে রোববার সকালে সম্মিলিত বর্ণাঢ্য শোভাযাত্রা, এরোবিক এক্সার্সাইজ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া পোষ্টার প্রেজেন্টেশন, সকল প্রকার কার্ডিয়াক ইন্ভেষ্টিগেশনের উপর ১০% ছাড় এবং ফ্রি মেডিক্যাল চেকআপের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন অত্র হাসপাতালের সিইও মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ রাজিব হাসান,মেডিক্যাল ডিরেক্টর, রোজিটা মোহাম্মদ ডান, সিএনও, ডাঃ মোঃ আরিফুর রহমান, কন্সালট্যান্ট কার্ডিওলজী, ডাঃ মোঃমনিরুজ্জামান, কন্সালট্যান্ট কার্ডিওলজী, অন্যান্য কন্সালট্যান্টস, নার্স ও হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।