দিনাজপুর জেলার নদ-নদী, খাল-বিল, জলাশয়, ঘাগড়া, দীঘি ও পুকুর রক্ষায় বাংলাদেশ নদী আন্দোলনের ১৭দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ জয়নুল আবেদীন এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
বেসরকারী সংস্থা আরডিএফ সুইহারী, এমবিএসকে বালুবাড়ী, এমএনডিএফ বড়বন্দর, সিটিডাব্লিউ পার্বতীপুর, সিডিসি কিষান বাজার ও অন্বেষা চানাচুর এর সহযোগিতায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুরের এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক যাদব চন্দ্র রায় নেতৃত্বে নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দার, বালুবাড়ী এমবিএসকে’র ট্রেনিং ইনচার্জ তোফাজ্জল হোসেন হিরাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭দফা দাবী বাস্তবায়নের লক্ষে স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের সবচেয়ে অধিক দুষিত বুড়িগঙ্গা, তুরাক, শীতলক্ষা, বালু, বংশী ও কর্ণফুলিসহ অন্যান্য নদী দূষণমুক্ত শিল্প কল-কারখানায় ২৪ ঘন্টা ইটিপি চালু রাখাসহ মানবসৃষ্ট ও হাসতাপাল বর্জক পরিশোধনের ব্যবস্থা করতে হবে। নদ-নদীর পানি ও পরিবেশ রক্ষায় বিদ্যমান সংস্থাগুলোকে এক করে একটি সুসমন্বিত নদী, পানি ও পরিবেশ আইন তৈরীর মাধ্যমে নদী- জলাসয় গুলোকে রক্ষায় এককভাবে পানি সম্পদ মন্ত্রণালয়কে নদী ও পানি সম্পদ মন্ত্রণালয় হিসেবে পূনর্গঠন করে দায়িত্ব প্রদানসহ আইনি সুরক্ষার জন্য দুর্নীতি দমন কমিশন এর মত জাতীয় নদী রক্ষা কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবেসহ ১৭ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।