মুলাদীতে কাজিরচর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কমিটি গঠন করা হয়েছে। রোববার সকাল ১০টায় কাজিরচর ইউনিয়নের প্যাদারহাট বন্দর টিএম টাওয়ারে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির শাখা সম্পাদক মোতালেব হোসেন বেপারী। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এমএ গফুর মোল্লা, কাজিরচর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির শাখা সম্পাদক জাকির হোসেন মাল, ওয়ার্কার্স পার্টির সদস্য ডা. জয়নুল আবেদীনসহ উপজেলা ও ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীবৃন্দ। সম্মেলনে মোতালেব বেপারীকে সভাপতি, জাকির হোসেন মালকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কাজিরচর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি অ্যাড. টিপু সুলতান।