দুর্গাপুর সাব-রেজিস্ট্রি অফিস দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন রোববার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ৪ ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। সভাপতি পদে দলিল লিখক মোঃ মামুন অর রশিদ তালুকদার পেয়েছেন ১৮ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্ধি সিনিয়র দলিল লিখক মোঃ আবদুল হামিদ পেয়েছেন ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দলিল লিখক মোঃ আবদুল আজিজ(নায়েব আলী পেয়েছেন ৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মোমেন ইবনে সাইদ ষ্ট্যালিন পেয়েছেন ২৫ ভোট। সভাপতি পদে দলিল লিখক মোঃ মামুন অর রশিদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে দলিল লিখক মোঃ আবদুল আজিজ(নায়েব আলী) নির্বাচিত হয়েছেন। উল্লেখ যে মোট ভোটার ছিল ৫৭জন সব ভোটই কাস্টিং হয়েছে। আমন্ত্রিত অতিথি হিসাবে ফলাফল ঘোসনা করেণ আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আলা উদ্দিন আল আজাদ।