'তথ্য অধিকার আইনের প্রথম দশকঃ তথ্যই শক্তি,দূর্নীতি থেকে মুক্তি ' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জামালপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর রোববার জামালপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবির যৌথ আয়োজনে দিবসটি পালন করে। দিবসটি উপলক্ষে সকালে শহরের বকুলতলা মোড় থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সনাকের সহ-সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ গৌতম রায়, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব সরকার, সনাক সদস্য শামীমা খান, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ আরিফ হোসেন প্রমুখ।