নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারের ভ্রাম্যমান আদালত ৩টি হোমিও হলে ৬০হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়াছিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বসুরহাট বাজারে জিয়াউল হক মেডিকেল হলকে ৩০হাজার টাকা জরিমানা ও সিলগালা, ন্যাশনাল হোমিও হলকে ২০হাজার টাকা ও সিলগালা এবং নিত্যানন্দ মেডিকেল হলকে ১০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সংবাদ পেয়ে অন্যান্য হোমিও হলের মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান।
এই ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াছিন জানান, এদের অনেক দোকানে বৈধ সনদপত্র না থাকায় এবং মেয়াদউত্তীর্ণ স্পিরিট ও ওষুধ পাওয়ার কারণে এসব হোমিও হলে জরিমানা ও সিলগালা করা হয়।