নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট মেইন রোডের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল থেকে স্পিরিট পান করে ৬ জনের মৃত্যুর ঘটনায় নিহত নুর নবী মানিকের ভাগিনা শাহাজাহান সাজু বাদী হয়ে গত শনিবার রাতে হোমিও হলের মালিক সৈয়দ রফিক উল্যাহ ও তার ছেলে সৈয়দ মিজানুর রহমান পিয়ম কে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৭, তারিখ- ২৮/০৯/২০১৯ইং।
জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বসুরহাট পৌরসভার মেইন রোডের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল থেকে রেক্টিফাইড স্পিরিট ক্রয় করে নিয়ে যায়। পরে বিষাক্ত স্পিরিট পান করে শুক্রবার থেকে গত শনিবার সকাল পর্যন্ত ৬জনের মৃত্যু ঘটে। মৃতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাঁশ বেপারী বাড়ির মৃত ইছহাক মিয়ার ছেলে নুর নবী মানিক (৫২), একই ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির মৃত অনিল রায়ের ছেলে রবি রায় (৫৫), ক্যাপ্টেন আবদুর রহমানের ছেলে ওমর ফারুক লিটন (৫০), সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত রইছল হকের ছেলে সবুজ (৪৫), একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের ফয়েজ আহমদের ছেলে মোঃ মহিন উদ্দিন (৪৫), চরকাঁকড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আবদুল আজিজের ছেলে মুক্তিযোদ্ধা আবদুল খালেক (৬৫)। ৬জনের মধ্যে নুর নবী মানিক ও রবি রায়ের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠিয়েছে। বাকী ৪ জনকে ময়না তদন্ত ছাড়া গোপনে দাফন করা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬শ বোতল স্পিরিট জব্দ করা হলেও এখনও পর্যন্ত থানায় মাদকদ্রব্য আইনে কোন মামলা হয়নি।
এই ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, যে ৪জনের লাশ ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে, তাদের লাশ কবর থেকে উঠানোর জন্য আদালতে আবেদন করার প্রক্রিয়াধীন রয়েছে।