খুরনার পাইকগাছার কপিলমুনি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় কপিলমুনি কপোতাক্ষ নদ সংলগ্ন দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও কপিলমুনি সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এ সময় উপজেলা ও দু'ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন ও প্রধানমন্ত্রীর সফলতা ও তার আত্মজীবনীর উপর গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন।