নেত্রকোণার পূর্বধলায় ‘জলাতঙ্ক নিমূলে টিকাদানই মূখ্য’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা প্রাণি সম্পদ অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জলাতঙ্কের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে জলাতঙ্ক সচেতনতা বিষয়ক র্যালি প্রাণি সম্পদ অফিস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন বিভাগের ডাক্তার ও নার্সদের হাতে জলাতঙ্কের ওপর বিভিন্ন সচেতনামূলক লেখাযুক্ত প্ল্যাকার্ড ছিল।
স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জলাতঙ্ক রোগ ও তা নিরাময়ে করণীয় সম্পর্কে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, ভেটেরিনারী সার্জন ডাঃ নাজমুল হাছান, উপ সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) গোপাল চন্দ্র সরকার, স্বাস্থ্য পরিদর্শক নিরঞ্জন কুমার ভাদুরী প্রমুখ। এ সময় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে টিকা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।