সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বিশেষ সেবা সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করবেন মেয়র সাদিক আব্দুল্লাহ।
রোববার দুপুরে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু জনকণ্ঠকে জানান, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের ফলে নগর ভবনের নীচ তলায় একটি হেল্প ডেক্স চালু করা হবে। যেখানে নগরীতে বসবাসকারী সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহণ করতে পারবেন। তারা ওই কক্ষেই অবস্থান করেই তাদের চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সেবা প্রাপ্য হবেন। তিনি আরও জানান, বরিশাল সিটি করপোরেশন গঠিত হওয়ার দীর্ঘ প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহন করা হয়েছে।