শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সঙ্কটের কারণে আবারও ৭ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল।
বেলা বাড়ার সাথে সাথে কিছুটা যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে শিমুলিয়াঘাটে ছোট বড় মিলিয়ে প্রায় ৩ শতাধিক যানবাহন পারাপরের অপেক্ষায় রয়েছে।
শিমুলিয়া বিআইডব্লিউটিসি মেরিন ইঞ্জিনিয়ার কে.এম শাজাহান জানান, গত রাত ১২ টা থেকে রোববার সকাল ৭ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখেন বিআইডব্লিউটিসি কতৃপক্ষ। চ্যানেলের মুখে বালু জমে নাব্যতা সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফেরী চলাচলে সাড়ে ৭ ফিটের উপর পানির প্রয়োজন কিন্তু সেখানে তার অনেক নিচে রয়েছে। ফেরীগুলো আটকে যায় তাই দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত ১২ টা থেকে বন্ধ হয়ে যায়, আজ সকাল ৭ টা থেকে ৩ টি ফেরী পরীক্ষা মূলক চলছে। শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরী দুটো চ্যানেলের মুখে আটকে আছে। বিকল্প চ্যানেলটি চালু না হলে, এ ভাবে ফেরী চালানো সম্ভব হবে না।
আজ সকালে পরীক্ষামূলক ১ টি ফেরী কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া ঘাটে এসে পৌঁচেছে। এ ছাড়া শিমুলিয়া ঘাট থেকে দুটো ফেরী সকাল ৮ টায় পরীক্ষামূলক ছেড়ে যায় কাঁঠালবাড়ির উদ্দেশ্যে। তবে ছেড়ে যাওয়া ফেরী দুটো পুরনো চ্যানেলের মুখে প্রবেশ করতে পারেনি। বিকল্প চ্যানেলটি ফেরী চলাচলের উপযোগী না হওয়ায় খুলে দেয়নি বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। সেখানে এখনো ড্রেজিং চলছে।
মাওয়া ট্রাফিক পরিদর্শক মো. হিলাল উদ্দিন জানান, ২ টি ফেরী ঘাটে লোড করে বসে আছে। সকালে পরীক্ষামুলক ২টি ফেরী ছেড়ে গেছে। শিমুলিয়া ঘাটে ছোট-বড় যানবাহন প্রায় ৩শ রয়েছে। এর মধ্যে কয়েকটি নাইট কোচ আছে। স্পীটবোট ঘাটে যাত্রীদের উপচে পড়া ভীড় পড়েছে