প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে শ্রীনগরে ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় সহ¯্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগ এই কর্মসূচীর আয়োজন করে। রোববার বেলা ১১ টার দিকে কবুতর খোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি উৎপল আহমেদ পল, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনসুরুল হাসান কুতুব, রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সৈকত খাঁন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, আওয়ামী লীগ নেতা সেলিম মোল্লা, টরিক খান, সেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন কবির অপু (তোতা মিয়া), রাণা আকন, যুবলীগ নেতা মাসুদ শেখ, আলী হোসেন, ছাত্রলীগ নেতা আরাফাত আকন, মাহিন কাড়াল প্রমূখ। এর আগে তারা রাঢ়িখাল ইউনিয়নের আরো ৭টি প্রাথমিক বিদ্যালয়ে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন। গাছের চারা বিতরণের পর যুবলীগের নেতৃবৃন্দ প্রতিটি বিদ্যালয়ে দুটি করে গাছের চারা রোপন করেন।