বাকেরগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম আদালতের নির্দেশ না মেনে উল্টো প্রতিপক্ষদের সহযোগীতা করছেন বলে অভিযোগ করেছেন প্যারালাইসিজে অসুস্থ ব্যবসায়ী মোঃ মোফাজ্জল হোসেন গাজী। এ ঘটনায় তিনি তার অসহায়ত্বের যন্ত্রণা তুলে ধরে ওসির বিতর্কিত ভূমিকার বিষয়ে পুলিশের ডিআইজির নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার সদর রোডের ২নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জল হোসেন গাজী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে লিভার ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে বিছানায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিগত ২০০৫ সালে বাকেরগঞ্জ বন্দরের হরিপদ সাহার নিকট হতে রঙ্গশ্রী মৌজায়, খতিয়ান নং-১৮৪/১৮৫, দাগ নং-২৬০-২৬৬ এ মোট ৩৮শতাংশ জমি সাব কবলামূলে ক্রয় করে একটি টিনের ঘর নির্মাণ করে ভোগ করছেন। বিগত ৩ বছর পূর্বে স্থানীয় ভূমিদস্যু সুমন মীররা ওই জমি জবরদখল করার চেষ্টা করলে তিনি থানায় লিখিত অভিযোগ দেন। তৎকালীন ওসি বিষয়টি মীমাংশার জন্য পৌর মেয়রকে অনুরোধ করলে তিনি কাগজপত্র যাচাই-বাছাই করে জমি ভাঙ্গুলী বাদ দিয়ে ২০ শতাংশ জমির কলমী নকশা ও রোয়েদাদ করে মুফাজ্জল গাজীকে জমি মেপে বুঝিয়ে দেয়। ওই জমি থেকে তিনি ৩শতাংশ জমি বিক্রি করেন। তিনি গত বছরের ২ জুন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভূমিদস্যু সুমন মীররা আবারও ওই জমি দখল করার অপচেষ্টা করলে তিনি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। পুলিশ সুপার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসি বাকেরগঞ্জকে নির্দেশ প্রদান করেন। এমনকি পরবর্তীতে অসুস্থ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন এ ঘটনায় বরিশালের আমলী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক তদন্ত করে প্রতিবেদন দিতে বাকেরগঞ্জ সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ প্রদান করেন। সহকারী কমিশনার ভূমি ওই জমির দলীল, রেকর্ড-পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে জমির মালিক তিনি এবং ওই জমি তার ভোগ দখলে আছে বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ বিচারক সহকারী কমিশনার ভূমির তদন্ত প্রতিবেদন বলে ওই জমি মোফাজ্জেলকে ভোগ দখল করতে এবং তাকে ওই জমিতে গৃহসংস্কার করতে সহযোগিতা করার জন্য ওসি বাকেরগঞ্জকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ সত্ত্বেও থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ আবুল কালাম তাকে কোন ধরণের সহযোগিতা না করে উল্টো প্রতিপক্ষের কাছ থেকে আর্থিকভাবে প্রলুব্ধ হয়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে আসছেন। যে কারণে তিনি তার ক্রয়কৃত জমিতে গৃহ নির্মাণ করতে পারছেন না। অসুস্থ ব্যবসায়ী মোফাজ্জল হোসেন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন, থানা পুলিশের সহযোগিতায় প্রতিপক্ষ ভূমিদস্যু সুমন মীর, সুজন মীর, আকব্বর মীর, মনির হোসেন, মুজাহার ভূঁইয়া, সিদ্দিক খলিফা ও সুজন ঋষিরা তার জমি জবর দখল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বর্তমানে তিনি খুব অসুস্থ থাকায় ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও চিকিৎসার প্রয়োজনে তিনি সোনালী ব্যাংক, জনতা ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক থেকে ৮লক্ষ টাকা লোন নিয়ে দেনায় রয়েছেন। সেজন্য এই জমি যদি ভুমিদস্যুদের দ্বারা তার হাতছাড়া হয়ে যায় তাহলে তিনি আত্মহত্যা করবেন বলে জানান। এমনকি ওসি আবুল কালাম গত দুই মাস আগে তার নামে থানায় একটি জিডি করে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন। সাধারণ ডাইরি নং-৬০১, তারিখ-১৩-০৪-২০১৯ইং। এতে তিনি ১৬ এপ্রিল আদালত থেকে জামিন নিয়েছেন।এ ঘটনায় তার স্কুল ও কলেজ পড়ুয়া সন্তানরাও পালিয়ে বেড়াচ্ছে বলে জানান। অসুস্থ মোফাজ্জল হোসেন গাজী তার জমিতে গৃহসংস্কার করে ভোগ-দখল করার সুব্যবস্থা গ্রহণে পুলিশের ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।