প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিট। শনিবার বেলা ৪ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। বিএলএফ কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খান আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল হাকিম। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী কমান্ডার শেখ মনির আহমেদ, খান আহছানউল্যাহ, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাখখারুল ইসলাম নীলু, রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক এমএম মোস্তফা কামাল এর ‘ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা কর্মসূচি’ সফল করতে সার্বিক সহযোগিতার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ১১ বছরের উন্নয়নের সাফল্য তুলে ধরে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আলহাজ খান আসাদুর রহমান। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।