কালিগঞ্জে চুরির ঘটনায় সালাহ উদ্দিন গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার তারালী ইউনিয়নের কাঁকশিয়ালী গ্রামের মৃত আনছার আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সদর বঙ্গবন্ধু মুর্যাল সংলগ্ন অথৈ-অনিক কম্পিউটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে গত ২৬ সেপ্টেম্বর রাতে চুরি সংঘটিত হয়। এ সময় চোরচক্র ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ টি কম্পিউটার মনিটর চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আজমির শেখ থানায় অজ্ঞাতনামাদের নামে মামলা দায়ের করেন।
এঘটনায় শুক্রবার রাত ১১ টার দিকে উপপরিদর্শক চিন্ময় কুমার মন্ডল অভিযান চালিয়ে চুরি হওয়া কম্পিউটার মনিটরসহ সালাহ উদ্দিন গাজীকে আটক করেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।