পাগলাপীরের আলোচিত লেবু মিয়া হত্যা মামলার বাদিকে ঠাকুরপাড়ার মামলায় ষড়যন্ত্র মুলক ভাবে জড়িয়ে চার্জশিটে দেয়া নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করে এই অভিযোগ করেন ব্যবসায় নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ভাই ব্যবসায়ী লেবু মিয়াকে গত বছরের ১৪ জুন শ্বাসরোধ করে হত্যা করে রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটন ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটনকে প্রধান আসামীকে রংপুর সদর থানায় মামলা করেরন। হত্যা মামলায় অভিযুক্ত কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটন সম্প্রতি জেলখানায় গেছেন। এদিকে, মামলা করায় কাউন্সিলর লিটন বাদি নজরুল ইসলামকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছে। কাউন্সিলর বাদিকে শায়েস্তা করার জন্য পুলিশকে ম্যানেজ করে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুর পাড়ার হিন্দু পল্লীতে হামলার ঘটনায় যুক্ত করেন। সম্প্রতি এই মামলার অভিযোগ পত্র আদালতে দিয়েছে পুলিশ। অভিযোগপত্রে বাদি নজরুল ইসলামকে গংগাচড়া থানার মামলায় ১৩২ নং আসামি ও সদর থানার মামলায় ২০৪ নং আসামি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ট তদন্ত দাবী করে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, ভাই হত্যা মামলার বাদি হওয়ার কারণে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটন পুলিশকে ম্যানেজ করে ঠাকুরপাড়া মামলায় তাকে অভিযুক্ত করে চার্জশিটে তার নাম দেয়া হয়েছে বলে জানান তিনি। নজরুল ইসলাম বলেন, রংপুর রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীকে জানাতে চাই, আমি নির্দোষ। আমাকে ষড়যন্ত্র মুলক ভাবে ঠাকুর পাড়ার মামলায় আসামি করা হয়েছে। চার্জশিটে নাম দেয়া হয়েছে। এত্তবড় অন্যায় মেনে নেয়া যায় না। যারা ঠাকুর পাড়ার মামলায় আমার নাম অর্ন্তভুক্ত করেছে তাদের চিহ্নিত করার দাবি জানাই। অধিকতর তদন্ত করে আমার নাম চার্জশিট থেকে প্রত্যাহারের দাবি করছি। কারণ আমাকে দুটি পরিবার চালাতে হয়। পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষ আমি। ওই চার্জশিট থেকে নাম প্রত্যাহার করা না হলে মানসিক চাপে আমার মৃত্যু হতে পারে।