রংপুরে মানবতার বন্ধন নামে একটি স্বেচ্ছাসেবী সংঠনের প্রচেষ্ঠায় রংপুর মেট্রোপলিটান পুলিশ মহানগরীতে হুইল চেয়ার ব্যবহার কারিদের জন্য স্পেশাল প্রাইয়োরিটি র্পাকির্ং স্টিকার চালু করেছে। এর ফলে ্এখন থেকে ্্এই স্টিকার ধারী যে কোন যান বাহন রাস্তায় নো পার্কিং এলাকায় স্বল্প সমায়ের জন্য র্পাকিং করে নিজেদের প্রয়োজন সেরে নিতে পারবেন। এই ধরনের ব্যবস্থা বিভিন্ন দেশে চালু থাকলেও আমাদের দেশে বিশেষ করে রংপুরে প্রথম। আর এই সাহসী উদ্যোগ গ্রহন করেছেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার আবদুল হালিম। সম্প্রতি রংপুর মেট্রোপলিটান পুলিশের প্রতিষ্টাবার্ষিকীতে তিনি এ ঘোষনা দেন। তার এই ঘোষনা হুইল চেয়ার ব্যবহার কারীদের মাঝে স্বস্থি ্এনেছে। এই মহতি উদ্যোগের জন্য রংপুরের হুইল চেয়ার ব্যাবহার কারীগন মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ কমিউনিটি পুলিশিং কমিটি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এ বিষয়ে নগরীর শালবন এলাকার মহিমিনুর রহমান মিম নামে একজন হইল চেয়ার ব্যবহার কারী এই প্রতিবেদককে আবেগ জরিত কন্ঠে বলেছেন, সে যখন ৫ম শ্রেনীর ছাত্র ছিল তখন অজানা রোগে আক্রান্ত হয়ে পঙ্গু হন। এরপর থেকে তার নিত্য সঙ্গী হয় হুইল চেয়ার। এ যে কত যন্ত্রনার তা শুধু ভুক্তভুগীরাই জানে। তাই অন্য সবার মত তারও র্দীঘ দিনের আশা ছিল প্রায়োরেটি র্পাকির্ং স্টিকারের। যা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আন্তরিকতায় বাস্তব রূপ পেয়েছে। তাই অমরা তার কাছে কৃতজ্ঞ।