নিজের জীবন অবসানের মধ্যদিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে বাবার কবরের পাশে শায়িত হলেন সাবেক ছাত্রনেতা, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল। গতকাল বাদ যোহর গুপ্তপাড়া জামে মসজিদে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন দৈনিক পরিবেশ পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক ও কাকসুর সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদায়ী আতা¡র মাগফেরত কামনা করেন। এ ছাড়া মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।