নিজের জীবন অবসানের মধ্যদিয়ে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে বাবার কবরের পাশে শায়িত হলেন সাবেক ছাত্রনেতা, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল। গতকাল বাদ যোহর গুপ্তপাড়া জামে মসজিদে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে দাফন করা হয়।
শাহিনুর রহমান সোহেল এর জানাযায় রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও অংশ নেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর ৩ আসনের প্রার্থী জাতীয় পার্টির সাদ এরশাদ, স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুসহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।
শাহিনুর রহমান সোহেল ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪ টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়াবেটিস জনিত কারণে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
গতকাল শাহিনুর রহমান সোহেল এর মরদেহ বেতপট্রিস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা শেষ বেলায় এক নজর দেখে নেন রাজপথের দাপুটে ছাত্রনেতা ও সংগ্রামী রাজনৈতিক প্রিয় সোহেলকে। নিথর শুয়ে থাকা সোহেলকে দেখে নেতাকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল এর নেতৃত্বে সোহেলের কফিনে শ্রদ্ধাঞ্জলী জানান হয়। এরপর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমানিক, রংপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা মহিলালীগের সভাপতি মরতুজা মনসুর, রংপুর মহানগর মহিলালীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, জেলা শ্রমিকলীগের সভাপতি আবদুস সালাম সরকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা যুব মহিলালীগ এর আহ্বায়ক নাছিমা জামান ববি, রংপুর মহানগর যুব মহিলালীগের আহ্বায়ক বিউটিসহ তাতিলীগ, কৃষকলীগসহ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী জানান। উল্লেখ্য শাহিনুর রহমান সোহেল রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ছিলেন। সর্বশেষ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মৃত্যুবরণ করেন।