রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রংপুর ও আরডিআরএস বাংলাদেশ-এর সহযোগিতায় শনিবার সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান।
সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুন:রায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রেহেনুমা তাবাস্সুম তথ্য অধিকার আইন বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রংপুর এনামুল কবীর। সভায় বক্তব্য রাখেন। এ সময় সকল সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার নামসহ প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে হালনাগাদ করা এবং অফিসের প্রদর্শিত রাখা, সেবা সংক্রান্ত তথ্য ও সিটিজেন চার্টার স্বপ্রণোদিতভাবে তুলে ধরা, প্রতিটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কর্তৃক সারা বছর এ বিষয়ে প্রচারণা অব্যাহত রাখা, তথ্য চাওয়ার ক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা বিশেষ করে প্রয়োজন ছাড়া শুধু হয়রাণির চিন্তা না করা, তথ্য প্রদানে আরো আগ্রহী ও দায়িত্বশীল হওয়া এবং তথ্য অধিকার আইনের সুফল পেতে সম্প্রতি পাশকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু সংশোধনী এনে এটিকে আরো বেশি নাগরিক বান্ধব করে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগসহ ইত্যাদি সুপারিশ প্রদান করেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবী তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আসিব আহসান সার্বিক আয়োজনে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগেই ২০০৯ সালে এ আইনটি পাশ করা হয় যা দুর্নীতি প্রতিরোধে নাগরিকদের সবচেয়ে বড় হাতিয়ার। তিনি আরো বলেন এ আইনকে কার্যকর বাস্তবায়নের জন্য প্রথমত সরকারি অফিসগুলোকে বেশী দায়িত্ব পালন করতে হবে তবেই অন্যান্য সকল পর্যায়ে এ বাস্তবায়ন সহজ হবে। ওয়েব সাইটে তথ্য হালনাগাদ করতে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান বৃদ্ধির বিষয়ে উদ্যোগ গ্রহণের আহবান জানান। একই সাথে সভায় উত্থাপিত বিভিন্ন দাবি ও সুপারিশসমূহ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের সকল সংশ্লিষ্ট সভায় এ বিষয়ে গুরুত্বের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি প্রদান করেন এবং সকল পর্যায়ের সকল নাগরিকের সমন্বয়নে তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আগামীতে আরো ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুরের সিভিল সার্জন বিমল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট এ এ এম মুনীর চৌধুরী, সনাক সদস্য প্রফেসর মোহাম্মদ শাহ আলম, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সম্পাদক রফিকুল ইসলাম সরকার, টিআইবি’র এরিয়া ম্যানেজার আলমগীর কবির প্রমুখ।