 
		
	বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন এর “নানা রবীন্দ্রনাথের একখানা মালা ও রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান” এ ২ টি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছ টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর আয়োজনে মোড়ক উন্মোচন, গ্রন্থ আলোচনা, উম্মুক্ত আলোচনা নিয়ে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে “নানা রবীন্দ্রনাথের একখানা মালা” গ্রন্থটির আলোচনা করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আতাহার আলী খান ও “রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান” গ্রন্থের আলোচনা করেন লোকসাহিত্য গবেষক আনওয়ারুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এ- কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর। সভাপতিত্ব করেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা উৎসব উপ-কমিটির আহ্বায়ক ডাঃ মফিজুল ইসলাম মান্টু। পরে আলোচনা শেষে উম্মক্ত আলোচনায় অংশ নেন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ এর সাবেক সভাপতি মনোয়ারা বেগম, লালন গবেষক আবু বকর সিদ্দিক, অধ্যাপক মলয় কিশোর ভট্রাচার্য, প্রবীণ নাট্যকার মনোয়ার হোসেন। সবশেষে “নানা রবীন্দ্রনাথের একখানা মালা ও রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান” এ গ্রন্থ ২ টির লেখক অধ্যাপক মুহম্মদ আলীম উদ্দীন অনুভূতি প্রকাশ করেন। অনুভূতি প্রকাশে লেখক জানান, “নানা রবীন্দ্রনাথের একখানা মালা” গ্রন্থটি পরলে রবীন্দ্রনাথের অনেক অজানা বিষয় জানা যাবে এবং “রংপুরের পালা, জারি ও অন্যান্য লুপ্তপ্রায় গান” গ্রন্থটি পরলে রংপুরের জারী গান, যোগীর গান, জাগের গান, ক্ষ্যাপা গান, পালকীর গান, নবান্নের গান, ঢেঁকির গান, ভাসান গান, গোয়ালীর গান, ছোকরা নাচা বা মালশি গানসহ রংপুরের লুপ্ত গান বিষয়ে ইতিহাস জানা যাবে। উল্লেখ্য লেখকের ইতোমধ্যে প্রায় ২০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং তিনি অনেক সম্মাননায় ভুষিত হয়েছেন। অনুষ্ঠানে রংপুরের নবীন প্রবীন লেখক ও সংগঠক এতে উপস্থিত ছিলেন।