কালিগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান সবুজ নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে হাতে তুলে দিয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের ফজলুল হকের ছেলে।
ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মেয়ে ও জাফরপুর সিদ্দিকিয়া মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীর ঘরে কৌশলে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নাজিমগঞ্জ বাজারের একটি বস্ত্রবিপনীর কর্মচারী মনিরুজ্জামান সবুজ (২১)। মেয়েটির চিৎকারে তার পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে মনিরুজ্জামান সবুজকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে থানার উপপরিদর্শক জিয়ারত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মনিরুজ্জামান সবুজকে আটক করে থানায় নিয়ে আসেন। শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত এব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কালিগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।