কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ ভাওয়াইয়া গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উলিপুর ভাওয়াইয়া একাডেমীর আয়োজনে ভাওয়াইয়া স¤্রাট আব্বাস উদ্দিন আন্তর্জাতিক ভাওয়াইয়া উৎসব উপলক্ষে শনিবার নাগেশ্বরী উপজেলা শিল্পকলা একাডেমীতে ভাওয়াইয়া গানের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমীর পরিচালক ভুপতি ভুষন বর্মা, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিশিষ্ঠ সঙ্গীত শিল্পী নাজমুল হক, উৎসব আহ্বায়ক নীহার রঞ্জন বর্মা, এটিএন বাংলার প্রতিনিধি ইউসুফ আলমগীর, গীতিকার দেলোয়ার হোসেন প্রমুখ।