চলতি মৌসুমে মাত্র তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির শুরুর একাদশে জায়গা পাওয়ায় গাব্রিয়েল জেসুসের হতাশা উপলব্ধি করতে পারছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। দারুণ ছন্দে থাকা সের্হিও আগুয়েরো এরইমধ্যে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন আট গোল। আর্জেন্টাইন ফরোয়ার্ডের এমন ফর্মে শুরুর একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন জেসুস। সম্প্রতি ব্রাজিলের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিয়মিত খেলতে না পারায় হতাশা প্রকাশ করেন জেসুস। তবে সিটিতে সুখে আছেন বলেও জানান ২২ বছর বয়সী এই ফুটবলার। ক্লাব ছাড়ার কোনো ইচ্ছে নেই বলেও মন্তব্য করেন তিনি। জেসুসের সাক্ষাৎকার পড়ে তার পেশাদারিত্বের প্রশংসা করেন গুয়ার্দিওলা। “অবশ্যই সে খেলতে চায়। সে ব্রাজিল জাতীয় দলের নাম্বার নাইন। সম্ভবত বিশ্বে সে তার মানের একমাত্র স্ট্রাইকার। তার মানের খেলোয়াড়ের এমন মানসিকতা থাকতেই হবে। “প্রতিবার যখন সে মাঠে নামে-এক সেকেন্ড, দুই মিনিট বা ৯০ মিনিট-সে বুনোর মতো খেলে। “আমি পুরোপুরি বুঝতে পারছিৃশুধু গাব্রিয়েল নয়, কোনো খেলোয়াড়ই নিয়মিত না খেললে খুশি হবে না। এটাই সত্যি। এটা খুব সহজ একটা উত্তর। খেললে সে খুশি হবে, না খেললে হবে না।”